Sunday, August 26, 2018

কত বার - গান

কত কত কত কত বার বার বার
আবেগে জমেছে যে পাহাড়,
কত কত কত কত বার বার বার
লাগেনি এ টেলিফোন, রং নাম্বার।
চেয়ে দেখি তোমাকে
গ্যালারিতে কে বসে
স্ক্রিনে ছোঁয়া আঙুল তাই মন ছুঁতে চায়,
কত কত কত কত বার বার বার
চোখেতে তোমার ছবি নেমেছে আষাঢ়।

হাতে শুয়ে তুলি, ক্যানভাসে ঘুড়ি
আঁকাবাঁকা পথে চলে যায়,
বুকে জমে পাথর আর ভেজা জামা কাপড়
লাল রোদে মন যে হারায়।

(It's not the complete lyrics)
follow me at Facebook

No comments:

Post a Comment