মনখারাপের কোনও একক নেই
যতটা দূরত্ব বাড়ে ততটাই সত্য,
ইতিহাস সাক্ষী প্রতিটি প্রেমের
কোনও এক সন্ধ্যায় পতন ঘটতো।
আমরাও তাই সরে গেছি দূরে
শেষ রাতের ওই স্বপ্নের ভোরে,
যেখানে সময় শেষ কথা বলে
ধ্রুবতারা একা গল্পটা শোনে।
যতটা দূরত্ব বাড়ে ততটাই সত্য,
ইতিহাস সাক্ষী প্রতিটি প্রেমের
কোনও এক সন্ধ্যায় পতন ঘটতো।
আমরাও তাই সরে গেছি দূরে
শেষ রাতের ওই স্বপ্নের ভোরে,
যেখানে সময় শেষ কথা বলে
ধ্রুবতারা একা গল্পটা শোনে।
No comments:
Post a Comment