Saturday, September 8, 2018

শেষ বাসস্টপ

রঙে রঙে নেশা লাগে চোখে
মনে পড়ে যায় সেই পুরনো কাগজ
যেখানে লেখা টুকরো খেয়াল
আর ছিটে ফোঁটা কিছু বৃদ্ধ মগজ,
সবাই মিলে ভিড় করে এসে
সকাল রোদে আমার মনের কোণায়
খবরে স্ট্যাটাসে জমে থাকা গোল
ভেঙে চলে যায় আমার আঙুল ছোঁয়ায়।
ভেঙে দিতে চাই এই কঠিন রাত্রি
তোমার বুকের ভিতর মোমের শিখায়
উষ্ণতা জমে রাতে নতুনের প্রতি
তুমি ভালোবেসে থেকো আমার লেখায়,
আমি চলে যাবো ঠিক অন্য রুটে
কখনও খুঁজো না আমায় কিছু যান্ত্রিক স্টকে,
তুমি তো কেবল গল্পটা লিখেছিলে
আমাকে নেমে যেতে দাও ওই শেষ বাসস্টপে।

No comments:

Post a Comment