Wednesday, September 12, 2018

সূর্যাস্তের রঙ

দেখা হবে আবার অনেক বছর পর
তুই হেঁটে যাবি এক অচেনার বেশে,
সেখানে সূর্যাস্ত রঙে ভিজে শৈশব
আর বিচ্ছেদ মিশে গোধূলির শেষে।

No comments:

Post a Comment