Monday, September 10, 2018

বিরহের রীতি

রোদ ফুরিয়ে একদিন ভীষণ কুয়াশা
তুমি নেমে যাবে ছায়া শীতে চোখ ভিজে
অপেক্ষা জমবে জীবনের প্রতিটি ধাপে
তোমাকে না পাওয়ার এক অরণ্য ব্রিজে।
অজস্র ধূলিকণা মাখা লাল গোধূলির তীরে
প্রতিফলিত হবে এক উষ্ণ চুম্বনের স্মৃতি
সেখানে পথ মুছে থেমে যাবে সময়ের খাতা,
স্তব্ধতা ভেঙে মেনে নিতে হবে বিরহের রীতি।

No comments:

Post a Comment