একটা একটা করে চিনছি দিন
আরেকটা দিন ভেজা শহর,
একটু একটু করে গলছে মন
আরেকটা বুক জমে পাথর।
তুমি গল্পের খাতা খুলে
মহাদেশ পাড়ি দিলে
নামলো না সেই পরী তোমার গল্পে
তবু বুক ঠুকে ভালোবেসে যাও,
আমাকে চাইলে ফিরিয়ে নাও।
আরেকটা দিন ভেজা শহর,
একটু একটু করে গলছে মন
আরেকটা বুক জমে পাথর।
তুমি গল্পের খাতা খুলে
মহাদেশ পাড়ি দিলে
নামলো না সেই পরী তোমার গল্পে
তবু বুক ঠুকে ভালোবেসে যাও,
আমাকে চাইলে ফিরিয়ে নাও।
(not the complete lyrics)
No comments:
Post a Comment