আমাকে মনে রেখো
বিঁধে রেখো তোমার বুকে,
ধুসর স্মৃতির মায়ায় না জড়িয়ে
তুমিও থেকো ভীষন সুখে।
যদি কোত্থাও দেখা হয়ে যায়
চিনবে না তুমি আমায় চিনেও,
পথ এড়িয়ো চোখের আড়াল
মুছে দিও তোমার বিরক্তিতেও।
বিঁধে রেখো তোমার বুকে,
ধুসর স্মৃতির মায়ায় না জড়িয়ে
তুমিও থেকো ভীষন সুখে।
যদি কোত্থাও দেখা হয়ে যায়
চিনবে না তুমি আমায় চিনেও,
পথ এড়িয়ো চোখের আড়াল
মুছে দিও তোমার বিরক্তিতেও।
No comments:
Post a Comment