হয়তো আমরা ফুরিয়ে যাচ্ছি
সকাল বিকেল অনেক রাত্রি,
চোখের আঁধার খুঁজছে কারণ,
তোমার নামটা বলা বারণ।
আমার প্রেমের যন্ত্রণাতে
তুমিও থেকো অন্য রাতে,
আমার কথার শব্দ পাহাড়
মনখারাপের গোপন আহার।
সকাল বিকেল অনেক রাত্রি,
চোখের আঁধার খুঁজছে কারণ,
তোমার নামটা বলা বারণ।
আমার প্রেমের যন্ত্রণাতে
তুমিও থেকো অন্য রাতে,
আমার কথার শব্দ পাহাড়
মনখারাপের গোপন আহার।
No comments:
Post a Comment