Friday, September 28, 2018

অনুভূতি সিরিজ - ৫

এরকমই একটা রাত ছিল,
আমাদের প্রথম বাক‍্যালাপ,
এই রাতে সবই ভিজলো জলে
আমাদের শেষ সংলাপ।

Thursday, September 13, 2018

মিশ্রিত মোহনা

ভালোবাসাটুকু বন্দী করে আর একটা দিন কাছে আয়,
রাঙিয়ে দেবো প্রেমের পাহাড় নীল নদীর ওই মোহনায়।

Wednesday, September 12, 2018

সূর্যাস্তের রঙ

দেখা হবে আবার অনেক বছর পর
তুই হেঁটে যাবি এক অচেনার বেশে,
সেখানে সূর্যাস্ত রঙে ভিজে শৈশব
আর বিচ্ছেদ মিশে গোধূলির শেষে।

Tuesday, September 11, 2018

অনুভূতি সিরিজ - ৪

অতএব আমাদের মাটিতে পা রেখেই এগোতে হবে
ডানা মেলে ঈগল হতে গেলে মুখ থুবড়ে পরবো নিশ্চিত,
উচ্চতা দেখতে ভালো লাগে আসলে মৃত্যুর হাতছানি।

Monday, September 10, 2018

বিরহের রীতি

রোদ ফুরিয়ে একদিন ভীষণ কুয়াশা
তুমি নেমে যাবে ছায়া শীতে চোখ ভিজে
অপেক্ষা জমবে জীবনের প্রতিটি ধাপে
তোমাকে না পাওয়ার এক অরণ্য ব্রিজে।
অজস্র ধূলিকণা মাখা লাল গোধূলির তীরে
প্রতিফলিত হবে এক উষ্ণ চুম্বনের স্মৃতি
সেখানে পথ মুছে থেমে যাবে সময়ের খাতা,
স্তব্ধতা ভেঙে মেনে নিতে হবে বিরহের রীতি।

Sunday, September 9, 2018

একটা একটা করে - গান

একটা একটা করে চিনছি দিন
আরেকটা দিন ভেজা শহর,
একটু একটু করে গলছে মন
আরেকটা বুক জমে পাথর।
তুমি গল্পের খাতা খুলে
মহাদেশ পাড়ি দিলে
নামলো না সেই পরী তোমার গল্পে
তবু বুক ঠুকে ভালোবেসে যাও,
আমাকে চাইলে ফিরিয়ে নাও।

(not the complete lyrics)

Saturday, September 8, 2018

শেষ বাসস্টপ

রঙে রঙে নেশা লাগে চোখে
মনে পড়ে যায় সেই পুরনো কাগজ
যেখানে লেখা টুকরো খেয়াল
আর ছিটে ফোঁটা কিছু বৃদ্ধ মগজ,
সবাই মিলে ভিড় করে এসে
সকাল রোদে আমার মনের কোণায়
খবরে স্ট্যাটাসে জমে থাকা গোল
ভেঙে চলে যায় আমার আঙুল ছোঁয়ায়।
ভেঙে দিতে চাই এই কঠিন রাত্রি
তোমার বুকের ভিতর মোমের শিখায়
উষ্ণতা জমে রাতে নতুনের প্রতি
তুমি ভালোবেসে থেকো আমার লেখায়,
আমি চলে যাবো ঠিক অন্য রুটে
কখনও খুঁজো না আমায় কিছু যান্ত্রিক স্টকে,
তুমি তো কেবল গল্পটা লিখেছিলে
আমাকে নেমে যেতে দাও ওই শেষ বাসস্টপে।