Saturday, December 16, 2023

অদৃশ্য চুম্বন

তুমি মেঘ হয়ে এসে দাঁড়ালে
শীতের পাতা গোনে বৃষ্টি ফোঁটার ছাপ,
তুমি নরম আঙুল হাতে ছোঁওয়ালে
রাত্রি মোছে বুকে ভীষণ কালো দাগ।
এখানে বেঁচে থাকে কিছু ক্ষত
আরও কিছু জমে কবিতার চাপা রাগ,
শেষ চিঠি হাতে সময় পালিয়ে যায়
অদৃশ্য চুম্বনে তোমার ঠোঁট ছোঁওয়ানোর দাগ।

Thursday, December 14, 2023

নিজেকে চেনার গল্প

নিজেকে চিনতে গিয়ে থমকে উঠি হঠাৎ, যেন কতকাল দেখা হয়নি নিজের সঙ্গে। বাক্য বিশেষ ক্ষয় হয়নি এ যাত্রায়, সেই সুবাদে স্বস্তি কিছুটা। আমরা ভুলে যাই কতো মানুষের সঙ্গে আমাদের শেষবার দেখা হয়ে গিয়েছে, সে হিসেব কি রাখি আদৌ? ফোনে কিংবা মেসেজে কতো বাক্য ছোড়াছুঁড়ি, কিন্তু সামনে থেকে দেখা আদৌ কোনোদিন হবে না। সময়ের কাঁটায় সবাই আমরা চলমান সিঁড়ির মতো উপরে উঠে চলেছি, আর একটু উঠলেই অদৃশ্য কোঠরে মিলিয়ে যাওয়ার নিয়ম। কেউ ফিরে তাকায় না, কেউ ফিরে আসে না এ চক্রব্যূহে। যতটা সামলে চলতে থাকি, তার অর্ধেকই বিপদসীমায় হাঁটি আমরা। কেউ জানে না কবে অবশেষ, তবুও সবাই ছুটছি। নিরন্তর এক ঘূর্ণি আমাদের গিলে ফেলছে প্রতিদিন, এরই মাঝে আমরা মনের কাছাকাছি কাউকে পেতে চাই। ভুলে যাই বারবার যে, এ জগতের মায়ায় কেউই কারোর না, সবাই নিজের মতো। প্রয়োজন ফুরোলে সবাই দূরবীনের ক্ষমতার বাইরে মিলিয়ে যায়, তবুও আমরা মিথ্যে মায়ায় জড়িয়ে পড়ি, হাবুডুবু খেয়ে বেঁচে থাকি এক অদৃশ্য ভাঁটার টানে। এখানেই আমাদের জন্ম আর মৃত্যুর মাঝের সময়টুকু কাটিয়ে উঠি, কি লেখা আছে পরবর্তীতে সে প্রশ্নে বিশাল বিশাল দাঁড়ি টেনে এগিয়ে যাই নিজেই। এভাবেও ভুলে থাকা যায়, এভাবেও হাত কেঁপে টাইপিং করা যায়। আসলে বালির ঘড়ি সময় মেপে রাখে, আমরা কেবল আলগা বালির শরীরে বয়ে যাই তার স্রোতে। বালির শেষ কণায় লেখা থাকে আমাদের সমস্ত ইতিহাস আর সময়ের গল্প।

শেষ দেখা

হয়তো তোমার সঙ্গে শেষ দেখা,
আমি পড়ে আছি সেই একলা ঘরে,
খবর নিও অনেক বছর পর
ব্যস্ত দিনের শেষে যদি মনে পড়ে।
সময় আমাদের চলে যায় খুব দ্রুত
মিলিয়ে যাই সেই আলগা নরম স্বরে,
বাস্তবতায় ফিরতে চায় সে মন
চোখ মুছে এক শিকল বন্দী ঘরে।

Wednesday, December 13, 2023

মন কেমনের খোঁজ

শীতের শেষে শুকনো পাতায়
মন কেমনের কে খোঁজ রাখে?
চোখের আড়াল নালিশ ঢেকে
এই অবেলায় খুঁজছ কাকে?
সময় আসে সময় পালায়
দূরত্ব ঠিক পথ কেটে যায়,
মন গলানোর মন্ত্র পড়ে
রাতের শেষে সেও অসহায়।
জমতে থাকে শব্দ হঠাৎ
মাঝরাতে কেউ শুনছে কাকে,
আলতো ছোঁওয়া ঠোঁটের মায়ায়
প্রেমের আবেশ গিলছে তাকে।
কথার হিসেব ভাঙছে সিঁড়ি
চোখের ভাষায় আঙুল ছোঁয়ায়,
শেষ হাসিতে পড়লে ধরা
দুরত্বের এক নরম মায়ায়।