Saturday, January 14, 2017

সমাজ

রাজপথে আজ নাঙ্গা সাধু
মানুষ তাকে ভক্তি করে,
মেয়ের বস্ত্র ছোট হলেই
তার চরিত্রে দাগ পড়ে।

এই সমাজেই বাড়ছি আমি
ভয় লাগে খুব ভায়া,
চোখ বুজে আর দেখবো কদিন
পুরুষতন্ত্রের ছায়া।

2 comments: