Monday, February 12, 2018

ছায়াপথ

যখন তোমার সূর্য মাথায়
তখন আমি প্রখর রোদে,
পুড়ছি তাপে ভীষণ ব্যথায়
তোমার উপর ছায়ায় স্রোতে।
লালের আভা বুকে নিয়ে
দিনের শেষে আকাশ শুয়ে,
ছায়ার শরীর বাড়ছে ধীরে
তোমার আমার হৃদয় ছুঁয়ে।
এখন আমি অনেক দূরে
যাচ্ছি হেঁটে আলোর ভিড়ে,
যতই দূরে যাই না আমি,
আমার ছায়া তোমায় ঘিরে।

No comments:

Post a Comment