প্রত্যেক সকালে উঠে মুখের কাছে এক কাপ চা/ কফি না হলে দিনটা ঠিক শুরু হয় না, আর ঘুমনোর আগে ডিনারে অবশ্যই ভালো কিছু চাই-ই চাই! এটাই আমাদের অভ্যাস, এভাবে দুটো সূর্যোদয়ের মাঝের ২৪-টা ঘণ্টা বেশ নিশ্চিন্তেই কাটিয়ে দিতে পারি পরের সকালের bed tea-টা হাতে পাওয়ার আশায়। এটাই হয়তো আমার কাছে necessity, আর luxury-টা তো আরও অনেক বেশী কিছু। আমরা হয়তো ভাবতে ভুলে যাই আমার এই necessity-টাই কোনও এক মানুষের কাছে হয়তো ভীষণ luxury-র থেকে কম কিছু নয়। হ্যাঁ, আজ তবে সেই মানুষগুলোর কথাই একটু আলোচনা হোক।
প্রত্যেক বছরের শেষে যখন শীতটা বেশ অনেকটা দিনের আলো চুরি করে ফেলে, ঠিক সেই সময় আমরা বেড়িয়ে পড়ি দূর অজানার সন্ধানে। আমরা মানে এখানে The Front Point-টীম। যে অজানার প্রান্তরে গিয়েই আমরা পড়ি, কিছু উদ্দেশ্য নিয়েই প্রতিবার যাই আমরা। তার মধ্যে প্রাথমিক কিছু উদেশ্য হল, ১) চেনা জগতের বাইরে নিজেকে পরিচিত করে তোলা, ২) নিজের কাজটা নিজেই গুছিয়ে নেওয়া, ৩) যে স্থানে আমরা যাচ্ছি সেখানকার সংস্কৃতি এবং মানুষের দিনযাপন সম্পর্কে একটা জ্ঞান অর্জন করা এবং তাদের দিকে কিছুটা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। এই আমাদের উদ্দেশ্য এবং এটার মধ্যেই আমাদের সমস্ত ভালোলাগা মিশে থাকে।
সেই মানুষগুলোর সাথে যখন আমরা কথা বলতে যাই, অনেক বিষয়ে খেয়াল রেখে আমাদের কথা বলতে হয়, কখনই যেন তারা আমাদের থেকে নিজেদের মধ্যে কোনও দূরত্ব খুঁজে না পান। এ ক্ষেত্রে নিজে কতটা স্মার্ট, সেসব দেখাতে গেলে দূরত্ব বাড়ে, সেই মুহূর্তে গাম্ভীর্য কমিয়ে মুখের হাসিটাই আমাদের শ্রেষ্ঠ এক্সপ্রেশন। এভাবেই গল্প জমে ওঠে, তাদের বেঁচে থাকা, সুখ দুঃখের কথা শেয়ার করেন আমাদের সাথে। তারা গল্প করেন কীভাবে ফাগুনের মহুয়ায় তাদের আসর জমে ওঠে দখিণা হাওয়ার কোলে, তাদের উৎসবের দিনের মুহূর্তগুলো কতটা প্রিয়, বন্য জন্তুর উৎপাতে সারা বছরের ফসল নষ্টের ব্যথা, বিয়ের আগে পণ দেওয়ার রীতি নীতি, ইত্যাদি অনেক কিছু। কাউকে ঘাঁটানো আমাদের স্বভাব নয়, দিন বদলের স্বপ্ন দেখাতে আমরা যাইনি ওখানে, তাই প্রতিবাদ করে তাদের সংস্কৃতির বদল ঘটানোর চেয়ে আমরা বরং অবাক হয়ে গল্প শুনি আর হাতের কাগজে রিপোর্ট তৈরি করি। এভাবেই সময় ফুরিয়ে আসে, আমাদের ফিরে আসতে হয়, কেউ কেউ তাদের পাশে দাঁড়ানোর জন্য নিজেদের টিফিনের টাকা জমিয়ে বাচ্ছাদের বই-খাতা কিনে দেয় আবার কেউ কেউ চেষ্টা করে নিজেদের ছোট হয়ে যাওয়া পুরাতন জামাকাপড় দিয়ে তাদের পাশে দাঁড়ানোর। এভাবেই একটা ক্যাম্প শেষ হয়ে যায়, আবার অপেক্ষা এক বছরের, বাড়ি ফিরে ক্যামেরায় ধরে রাখা সেই মানুষগুলোর মুখের হাসি আমাদের এক পরম শান্তি উপহার দেয়। luxury আর necessity-র সংজ্ঞাটা আরেকটু ভালো করে পড়ে ফেলি কোনও অদৃশ্য অধ্যায়ের পাতা থেকে আর শিক্ষাটা জমিয়ে রাখি বুকের ভিতরে উত্তাপের ছায়ায়।
No comments:
Post a Comment