এভাবে এগিয়ে যাওয়া যায় না,
আঙুলের প্রেমে তালা ঝুলছে,
তোমার হাত অন্য হাতে বন্দী।
আমি এখনও স্বপ্ন দেখি বাঁচার,
যেভাবে দুটি মশারির আত্মা
জুড়ে গিয়েছিলো একটি ঘরে।
আমার শহরে বসন্ত আসেনি,
কোকিলের পালকে চিঠি আসে
আমাকে ফিরে যেতে বলার।
আমার অপেক্ষায় বিশ্বাস নেই,
নরম হাতের আদরে গাল মুছবো,
রুমালের প্রেম জাগবে দু'চোখে।
একটিবার আমাকে সত্যি বলবে,
তুমি কি আসবে আজ রাত্রে?
তোমার ফেলে যাওয়া অন্ধকার
আমি সযত্নে তুলে রেখে দিয়েছি
আমার ডায়েরির সাদা শূন্যতায়।
এসো, চুপিসারে নিয়ে চলে যাও,
আমার গালে দুঃখের ভাঁজ ছুঁয়ে
রেখে যাও তোমার অস্তিত্বের দাগ।
আমার এখানেই থাকার কথা ছিল,
মাঝরাতে উড়োজাহাজের গর্জন,
তুমি চলে গেছো অন্য ঠিকানায়।
পরের সকালে আমি রোদ গুনি,
প্রেম খুঁজি এই সভ্যতার কোলে,
বেঁচে আছি, বেঁচে থাকবো বলে।
No comments:
Post a Comment