বাসবে একটু ভালো? আমিও বাসবো।
তোমার পিঠের চাদরে রাখবো হাত,
কাঁধের উপর শুইয়ে রাখবো মাথা,
পারবে কি ভুলিয়ে রাখতে আমায়?
আমার অতীতের পুরনো বুকের ব্যথা।
তোমার পিঠের চাদরে রাখবো হাত,
কাঁধের উপর শুইয়ে রাখবো মাথা,
পারবে কি ভুলিয়ে রাখতে আমায়?
আমার অতীতের পুরনো বুকের ব্যথা।
No comments:
Post a Comment