Saturday, February 25, 2017

পরজীবী প্রেম

মনে পড়ে,
একদিন তুমি পরজীবী হয়ে বাঁচতে চেয়েছিলে এই শহরে,
মনমরা এক গাছের শরীরে জড়িয়ে ফেলেছিলে তোমার ঘুম,
রোদের নাগালে তুমি উঠে চলে গিয়েছিলে এক স্বপ্নের প্রহরে,
তোমাদের চুম্বনের দৃশ্যে এখনও লেগে আছে ভালোবাসার খুন।

Thursday, February 23, 2017

মন বসন্ত

ফিরে যাওয়া তরী ফাগুন বাতাসে
নীল জলে ঢেউ খেলে,
পলাশের ফুলে মধু মেখে গায়ে
মৌমাছি ডানা মেলে।
আজ বসন্ত নেমেছে প্রেমিকার ঘরে,
খোলা চুলে মুখে আলো,
কোকিলের ডাকে মোম জ্বালি মনে,
বেসে ফেলি রোজ ভালো।

Saturday, February 18, 2017

আমি তোমাকে বেসেছি ভালো - গান

এই শহুরে আধারি গলিতে সোনালী
আকাশের চেনা আলো,
তুমি বাতাসেই ডানা মেলো।
তবু তারাদের গানে সাজানো শহরে
রাত্রেই কথা বলো,
আমি তোমাকে বেসেছি ভালো।

আমি তোমার এই মনে প্রেম জ্বালি রাতে,
তুমিও প্রেম জ্বালো,
কেন কথা দিয়ে কথা ফেলো?
তুমি চলে গেছো ছেড়ে প্রেমিকের সাথে,
ছাই ওড়ে প্রেমে কালো,
আমি তোমাকে বেসেছি ভালো।

Sunday, February 12, 2017

অচেনা তুমি

তুমি তো বেশ ভালোই আছো স্বপ্ন নিয়েই থেকো,
রাতের মাঝে সময় পেলে আমার কথাও ভেবো।

Saturday, February 11, 2017

ভ্যালেন্টাইন

প্রেমটা রূপোলী কাগজে মুড়িয়ে বাজারে বিক্রি না করে ধমনীর প্রতিটি রক্তকোষে ছড়িয়ে দেওয়াই ভালো। দেওয়ালের আঁচড়ে লিখে যাবো সমস্ত ভুল প্রমিস, অক্ষরগুলো খসে পড়বে আগামী প্রেম দিবসে।

Friday, February 10, 2017

বোবা ক্লাসরুম

এই ঘর বাতাসের গন্ধে,
কিছু রোদ জমেছে রন্ধ্রে,
শুধু সময়গুলো ধুলোয় মিলিয়ে যায়।

কিছু পুরনো ভুলের দ্বন্দ্বে,
খোলা জানালা হাওয়ার ছন্দে,
সব মাথার ভিতর স্মৃতি শুনিয়ে যায়।

গুঁড়ো চকের ধুলোয় ব্ল্যাকবোর্ডে রোদ,
সাদা, কালোর মিশেল মন ভাঙে রোজ,
পাখার ব্লেডে শব্দ ধুয়ে যায়।

আমার বন্ধ চোখের কম্পিত রোষ,
মাথার ভিতর ঘুম চোখে দোষ,
ক্লাসরুমেতেই একটু রেহাই চায়।

Tuesday, February 7, 2017

চিমনীর ধোঁওয়া

কয়লা শহরে উড়ছে ধোঁয়া একলা আকাশ সাক্ষী,
চোখের আলোয় থমকে গেছে গোপন মনের রক্ষী।

Saturday, February 4, 2017

প্রেমাশ্ম

এক পাতা প্রেম ছিল,
ছেঁড়া কাগজের ভাঁজে রঙ ছিল,
তবু হেরে যাওয়া কিছু শব্দের নীরে,
মৃত নদী ঘেরা মোহনার তীরে,
আকাশের কালো মেঘে ঢাকা আলো
নিভে গেছে জলে বৃষ্টির কোলে।

কিছু কথা দেওয়া ছিল,
ভালোবাসা ঘিরে দেহে প্রান ছিল,
তবু সময়ের ভাঁজে পুড়েছে কপাল,
বাঁধা আঁচলের কোনে মুছে দাও গাল,
হেঁটে গেছি রাতে, একা ফুটপাথে,
আজ প্রেম দেবো বলে, কাঁচভাঙা মনে।

শিকল

এক পশলা বৃষ্টি হয়ে গেছে বিকেলে,
শুক্রের আলোয় ঝলমলে ধানখেতের ভেজা ঘাস,
কফি কাপে ভিজে গেছে মন সন্ধ্যার আলাপে,
টানা চোখের কাজলেই অচেনা থাক আমার ক্রাশ।

Wednesday, February 1, 2017

প্রেমিকা তোমায় দিলাম

পূজার সকাল প্রেমের মেজাজ,
ধুনোর গন্ধে মজেছে শহর,
শাড়ির সুতোয় প্রেমিকা আমার
রুপে গুনে খাঁটি মোহর।