এক পাতা প্রেম ছিল,
ছেঁড়া কাগজের ভাঁজে রঙ ছিল,
তবু হেরে যাওয়া কিছু শব্দের নীরে,
মৃত নদী ঘেরা মোহনার তীরে,
আকাশের কালো মেঘে ঢাকা আলো
নিভে গেছে জলে বৃষ্টির কোলে।
কিছু কথা দেওয়া ছিল,
ভালোবাসা ঘিরে দেহে প্রান ছিল,
তবু সময়ের ভাঁজে পুড়েছে কপাল,
বাঁধা আঁচলের কোনে মুছে দাও গাল,
হেঁটে গেছি রাতে, একা ফুটপাথে,
আজ প্রেম দেবো বলে, কাঁচভাঙা মনে।
No comments:
Post a Comment