Thursday, February 23, 2017

মন বসন্ত

ফিরে যাওয়া তরী ফাগুন বাতাসে
নীল জলে ঢেউ খেলে,
পলাশের ফুলে মধু মেখে গায়ে
মৌমাছি ডানা মেলে।
আজ বসন্ত নেমেছে প্রেমিকার ঘরে,
খোলা চুলে মুখে আলো,
কোকিলের ডাকে মোম জ্বালি মনে,
বেসে ফেলি রোজ ভালো।

No comments:

Post a Comment