Saturday, February 18, 2017

আমি তোমাকে বেসেছি ভালো - গান

এই শহুরে আধারি গলিতে সোনালী
আকাশের চেনা আলো,
তুমি বাতাসেই ডানা মেলো।
তবু তারাদের গানে সাজানো শহরে
রাত্রেই কথা বলো,
আমি তোমাকে বেসেছি ভালো।

আমি তোমার এই মনে প্রেম জ্বালি রাতে,
তুমিও প্রেম জ্বালো,
কেন কথা দিয়ে কথা ফেলো?
তুমি চলে গেছো ছেড়ে প্রেমিকের সাথে,
ছাই ওড়ে প্রেমে কালো,
আমি তোমাকে বেসেছি ভালো।

No comments:

Post a Comment