এই ঘর বাতাসের গন্ধে,
কিছু রোদ জমেছে রন্ধ্রে,
শুধু সময়গুলো ধুলোয় মিলিয়ে যায়।
কিছু পুরনো ভুলের দ্বন্দ্বে,
খোলা জানালা হাওয়ার ছন্দে,
সব মাথার ভিতর স্মৃতি শুনিয়ে যায়।
গুঁড়ো চকের ধুলোয় ব্ল্যাকবোর্ডে রোদ,
সাদা, কালোর মিশেল মন ভাঙে রোজ,
পাখার ব্লেডে শব্দ ধুয়ে যায়।
আমার বন্ধ চোখের কম্পিত রোষ,
মাথার ভিতর ঘুম চোখে দোষ,
ক্লাসরুমেতেই একটু রেহাই চায়।
No comments:
Post a Comment