Saturday, February 11, 2017

ভ্যালেন্টাইন

প্রেমটা রূপোলী কাগজে মুড়িয়ে বাজারে বিক্রি না করে ধমনীর প্রতিটি রক্তকোষে ছড়িয়ে দেওয়াই ভালো। দেওয়ালের আঁচড়ে লিখে যাবো সমস্ত ভুল প্রমিস, অক্ষরগুলো খসে পড়বে আগামী প্রেম দিবসে।

No comments:

Post a Comment