Saturday, February 25, 2017

পরজীবী প্রেম

মনে পড়ে,
একদিন তুমি পরজীবী হয়ে বাঁচতে চেয়েছিলে এই শহরে,
মনমরা এক গাছের শরীরে জড়িয়ে ফেলেছিলে তোমার ঘুম,
রোদের নাগালে তুমি উঠে চলে গিয়েছিলে এক স্বপ্নের প্রহরে,
তোমাদের চুম্বনের দৃশ্যে এখনও লেগে আছে ভালোবাসার খুন।

No comments:

Post a Comment