Tuesday, May 30, 2017

তোমার সৃষ্টি

তুমি রুমালের ভাঁজে স্মৃতি মুছে নিও, শহরে প্রেমের বৃষ্টি,
আজ মনের গভীরে বেড়ে যায় ক্ষত, সবই তোমারই সৃষ্টি।

Monday, May 29, 2017

কাঁচা প্রেম

চেনা পথঘাট স্মৃতি ধরে রাখে,
ভেজা রেলপথ পিছু ফিরে ডাকে,
চেনা খাম আজ চিঠি বুকে রাখে,
কাঁচা প্রেমগুলো রোজ রাতে জাগে।

Saturday, May 27, 2017

রুপকথার দেশে

বিকেলগুলো মুক্তি খোঁজে ক্লান্ত দিনের শেষে,
আমার পাতায় শব্দ সাজে রুপকথাদের দেশে।

Thursday, May 25, 2017

প্রাচীর

আমার হাসিতে ধরা দিয়ো তুমি
স্নানঘরে একা রাতে,
তোমার বয়স বেড়ে যায় দিনে
বুক ভরা বেদনাতে।

Tuesday, May 23, 2017

মিথ্যা

সত্যিগুলো পড়ছে ঢাকা
অন্ধকার এই পথে,
আমার দোষটা মিথ্যা হলেও
জ্বলে ওঠে প্রতি রাতে।

Monday, May 22, 2017

বাক্সবন্দী

শব্দে যে তুই সঙ্গীহীন,
গল্পতে তুই খুব রঙিন,
আমার হাতের ভিতর হাত জড়িয়েই থাক।
তোর
নরম ঠোঁটের নিকোটিন,
আমার ছোঁয়া অর্বাচীন,
তোর খাতায় আমায় এক কোনাতেই রাখ।

বৃষ্টি মাথায় দাড়িয়ে,
চোখের কথায় হাঁপিয়ে,
তোর হাতের পাশে অনেক নতুন হাত।
তুই
ভাবলি যখন পালিয়ে,
ঘরের শিকল নামিয়ে,
তোর বাক্সবন্দী অন্য দেহেই রাত।

Wednesday, May 17, 2017

প্রেমিকের অভিশাপ

দুই মন,
একা জানালায় বসে সারাক্ষণ,
কে আপন,
ভরা চিঠি হাতে পিয়নের গমন।

যদি রাত
নেমে আসে কাঁধে রেখে তোর হাত,
লেগে থাক
শরীরের গায়ে ব্যর্থ প্রেমিকের অভিশাপ।

Saturday, May 13, 2017

প্রাচীন প্রেমের ধারা

আমার বৃষ্টি ভেজা বিকেল,
আর সাঁঝ আকাশের তারা,
তোমার অভিমান খুব রাতে,
আমি আজ একান্ত মনমরা।

তুমি সময় পেলে এসো,
হবে পুরনো গান গাওয়া,
একটু দুঃখ পাবো আজও,
এটাই প্রাচীন প্রেমের ধারা।

Friday, May 12, 2017

স্বপ্নের সাজ

তোমার স্বপ্নের রাশ ভারী,
আমার প্রশ্নের হোক দারি,
তোমার কথার উত্তর দিচ্ছে কে?
ফেসবুকে আজ মুখিয়ে,
উত্তর খুঁজছো লুকিয়ে,
ভাবছ ঝড়ে থাকবে পাশে সে।

জানছি আমি প্রেম কীরকম,
চলছে লড়াই জীবন মরণ,
ক্লান্ত চোখেই খুঁজছি পথ-টাকে,
বাস্তব জুড়ে বিষাদ ভীষণ,
কল্পনাতেই সিংহের আসন,
ভাবছি ধরে আনবো চাঁদ-টাকে।

Wednesday, May 10, 2017

স্রোতের তরী

ওই দিঘীর ধারে ভেসে যায় তরী
স্রোত নিয়ে কাঁধে বয়ে, 
ছিঁড়ে গেছে ঢেউয়ে নোঙরের দড়ি,
বুক ভরা ক্ষত নিয়ে।

Saturday, May 6, 2017

ভেজা স্মৃতি

ষ্টেশনের বুকে ট্রেন এসে থামে,
স্মৃতিদের ভিড় রোজ পথে নামে,
মনে জমে মেঘ, মুখে জমে হাসি,
বৃষ্টির দিনে রোদ ভালোবাসি।

"মন ভালো নেই", হেডফোন জানে,
কেটে যায় দিন "ছোট শহরের গান"-এ,
বিকেলের শেষে ভালোবাসা বাকি,
পথ জুড়ে নামে কালবৈশাখী।

Monday, May 1, 2017

ঝাপসা মেজাজ

তোমার শহর বৃষ্টি ভেজা,
রাজপথে শুয়ে একা,
আমার কাঁচের ঝাপসা মেজাজ,
তোমায় নিয়েই লেখা।