Fainted Speeches
Words can't fly but they can travel from heart to heart.
Tuesday, May 30, 2017
তোমার সৃষ্টি
তুমি রুমালের ভাঁজে স্মৃতি মুছে নিও, শহরে প্রেমের বৃষ্টি,
আজ মনের গভীরে বেড়ে যায় ক্ষত, সবই তোমারই সৃষ্টি।
Monday, May 29, 2017
কাঁচা প্রেম
চেনা পথঘাট স্মৃতি ধরে রাখে,
ভেজা রেলপথ পিছু ফিরে ডাকে,
চেনা খাম আজ চিঠি বুকে রাখে,
কাঁচা প্রেমগুলো রোজ রাতে জাগে।
Saturday, May 27, 2017
রুপকথার দেশে
বিকেলগুলো মুক্তি খোঁজে ক্লান্ত দিনের শেষে,
আমার পাতায় শব্দ সাজে রুপকথাদের দেশে।
Thursday, May 25, 2017
প্রাচীর
আমার হাসিতে ধরা দিয়ো তুমি
স্নানঘরে একা রাতে,
তোমার বয়স বেড়ে যায় দিনে
বুক ভরা বেদনাতে।
Tuesday, May 23, 2017
মিথ্যা
সত্যিগুলো পড়ছে ঢাকা
অন্ধকার এই পথে,
আমার দোষটা মিথ্যা হলেও
জ্বলে ওঠে প্রতি রাতে।
Monday, May 22, 2017
বাক্সবন্দী
শব্দে যে তুই সঙ্গীহীন,
গল্পতে তুই খুব রঙিন,
আমার হাতের ভিতর হাত জড়িয়েই থাক।
তোর
নরম ঠোঁটের নিকোটিন,
আমার ছোঁয়া অর্বাচীন,
তোর খাতায় আমায় এক কোনাতেই রাখ।
বৃষ্টি মাথায় দাড়িয়ে,
চোখের কথায় হাঁপিয়ে,
তোর হাতের পাশে অনেক নতুন হাত।
তুই
ভাবলি যখন পালিয়ে,
ঘরের শিকল নামিয়ে,
তোর বাক্সবন্দী অন্য দেহেই রাত।
Wednesday, May 17, 2017
প্রেমিকের অভিশাপ
দুই মন,
একা জানালায় বসে সারাক্ষণ,
কে আপন,
ভরা চিঠি হাতে পিয়নের গমন।
যদি রাত
নেমে আসে কাঁধে রেখে তোর হাত,
লেগে থাক
শরীরের গায়ে ব্যর্থ প্রেমিকের অভিশাপ।
Saturday, May 13, 2017
প্রাচীন প্রেমের ধারা
আমার বৃষ্টি ভেজা বিকেল,
আর সাঁঝ আকাশের তারা,
তোমার অভিমান খুব রাতে,
আমি আজ একান্ত মনমরা।
তুমি সময় পেলে এসো,
হবে পুরনো গান গাওয়া,
একটু দুঃখ পাবো আজও,
এটাই প্রাচীন প্রেমের ধারা।
Friday, May 12, 2017
স্বপ্নের সাজ
তোমার স্বপ্নের রাশ ভারী,
আমার প্রশ্নের হোক দারি,
তোমার কথার উত্তর দিচ্ছে কে?
ফেসবুকে আজ মুখিয়ে,
উত্তর খুঁজছো লুকিয়ে,
ভাবছ ঝড়ে থাকবে পাশে সে।
জানছি আমি প্রেম কীরকম,
চলছে লড়াই জীবন মরণ,
ক্লান্ত চোখেই খুঁজছি পথ-টাকে,
বাস্তব জুড়ে বিষাদ ভীষণ,
কল্পনাতেই সিংহের আসন,
ভাবছি ধরে আনবো চাঁদ-টাকে।
Wednesday, May 10, 2017
স্রোতের তরী
ওই দিঘীর ধারে ভেসে যায় তরী
স্রোত নিয়ে কাঁধে বয়ে,
ছিঁড়ে গেছে ঢেউয়ে নোঙরের দড়ি,
বুক ভরা ক্ষত নিয়ে।
Saturday, May 6, 2017
ভেজা স্মৃতি
ষ্টেশনের বুকে ট্রেন এসে থামে,
স্মৃতিদের ভিড় রোজ পথে নামে,
মনে জমে মেঘ, মুখে জমে হাসি,
বৃষ্টির দিনে রোদ ভালোবাসি।
"মন ভালো নেই", হেডফোন জানে,
কেটে যায় দিন "ছোট শহরের গান"-এ,
বিকেলের শেষে ভালোবাসা বাকি,
পথ জুড়ে নামে কালবৈশাখী।
Monday, May 1, 2017
ঝাপসা মেজাজ
তোমার শহর বৃষ্টি ভেজা,
রাজপথে শুয়ে একা,
আমার কাঁচের ঝাপসা মেজাজ,
তোমায় নিয়েই লেখা।
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)