Saturday, May 6, 2017

ভেজা স্মৃতি

ষ্টেশনের বুকে ট্রেন এসে থামে,
স্মৃতিদের ভিড় রোজ পথে নামে,
মনে জমে মেঘ, মুখে জমে হাসি,
বৃষ্টির দিনে রোদ ভালোবাসি।

"মন ভালো নেই", হেডফোন জানে,
কেটে যায় দিন "ছোট শহরের গান"-এ,
বিকেলের শেষে ভালোবাসা বাকি,
পথ জুড়ে নামে কালবৈশাখী।

No comments:

Post a Comment