Friday, May 12, 2017

স্বপ্নের সাজ

তোমার স্বপ্নের রাশ ভারী,
আমার প্রশ্নের হোক দারি,
তোমার কথার উত্তর দিচ্ছে কে?
ফেসবুকে আজ মুখিয়ে,
উত্তর খুঁজছো লুকিয়ে,
ভাবছ ঝড়ে থাকবে পাশে সে।

জানছি আমি প্রেম কীরকম,
চলছে লড়াই জীবন মরণ,
ক্লান্ত চোখেই খুঁজছি পথ-টাকে,
বাস্তব জুড়ে বিষাদ ভীষণ,
কল্পনাতেই সিংহের আসন,
ভাবছি ধরে আনবো চাঁদ-টাকে।

No comments:

Post a Comment