Wednesday, May 17, 2017

প্রেমিকের অভিশাপ

দুই মন,
একা জানালায় বসে সারাক্ষণ,
কে আপন,
ভরা চিঠি হাতে পিয়নের গমন।

যদি রাত
নেমে আসে কাঁধে রেখে তোর হাত,
লেগে থাক
শরীরের গায়ে ব্যর্থ প্রেমিকের অভিশাপ।

No comments:

Post a Comment