আমার বৃষ্টি ভেজা বিকেল,
আর সাঁঝ আকাশের তারা,
তোমার অভিমান খুব রাতে,
আমি আজ একান্ত মনমরা।
তুমি সময় পেলে এসো,
হবে পুরনো গান গাওয়া,
একটু দুঃখ পাবো আজও,
এটাই প্রাচীন প্রেমের ধারা।
আর সাঁঝ আকাশের তারা,
তোমার অভিমান খুব রাতে,
আমি আজ একান্ত মনমরা।
তুমি সময় পেলে এসো,
হবে পুরনো গান গাওয়া,
একটু দুঃখ পাবো আজও,
এটাই প্রাচীন প্রেমের ধারা।
No comments:
Post a Comment