Monday, May 1, 2017

ঝাপসা মেজাজ

তোমার শহর বৃষ্টি ভেজা,
রাজপথে শুয়ে একা,
আমার কাঁচের ঝাপসা মেজাজ,
তোমায় নিয়েই লেখা।

No comments:

Post a Comment