শব্দে যে তুই সঙ্গীহীন,
গল্পতে তুই খুব রঙিন,
আমার হাতের ভিতর হাত জড়িয়েই থাক।
তোর
নরম ঠোঁটের নিকোটিন,
আমার ছোঁয়া অর্বাচীন,
তোর খাতায় আমায় এক কোনাতেই রাখ।
বৃষ্টি মাথায় দাড়িয়ে,
চোখের কথায় হাঁপিয়ে,
তোর হাতের পাশে অনেক নতুন হাত।
তুই
ভাবলি যখন পালিয়ে,
ঘরের শিকল নামিয়ে,
তোর বাক্সবন্দী অন্য দেহেই রাত।
No comments:
Post a Comment