Friday, June 2, 2017

ঘরছাড়া মন

বোকা পথঘাট জানে বাঁধানো শহরে
ঘরছাড়া কিছু মন,
ফাঁকা বন্দর হাসে নদীবুকে ভেসে
প্রেমগুলো প্রাক্তন।
তবু হেঁটে যায় ওরা স্তব্ধ বিকেলে,
কচি ঘাসগুলো মাথানত,
প্রতিদিন রাতে কাটাকুটি খেলে,
বুকের ভিতরে ক্ষত।

No comments:

Post a Comment