আমাকে ভুল বুঝো না,
খেলাটা জমে গেলো কার বেদনায়?
আমাকে ভালবেসো না,
জলে খুব ভেজাবো চোখ দুজনায়।
কখনও থেমে গেলে অভিমানে হায়,
তোমারই ভালোবাসা প্রতিজনে চায়।
কখনও শীতকালে রোদ মেখে গায়ে,
বিকেলে দেখা হোক এক কাপ চায়ে।
খেলাটা জমে গেলো কার বেদনায়?
আমাকে ভালবেসো না,
জলে খুব ভেজাবো চোখ দুজনায়।
কখনও থেমে গেলে অভিমানে হায়,
তোমারই ভালোবাসা প্রতিজনে চায়।
কখনও শীতকালে রোদ মেখে গায়ে,
বিকেলে দেখা হোক এক কাপ চায়ে।
No comments:
Post a Comment