Sunday, June 11, 2017

অন্তর লড়াই

এই জীর্ণ বুকে লড়তে আমি পারবো না,
তোর চোখের চাদর আঙুল ছুঁয়ে মুছবো না,
তবু ভাঙছি আমি রাতের দেহে এক কোনা,
আমার বন্দী দেহেই শিকল ভাঙার কারখানা।

No comments:

Post a Comment