আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বকে হেয় করে অট্টহাস্যের সাথে বলি "শেষে কিনা এভাবে হেরে গেলি?", ও শোনে, কিছু বলে না। সময় থেমে যায়, আমি হাসি আর ও কাঁদে। প্রতিবিম্ব প্রকৃতই সম্পূর্ণ এক বিপরীত রুপ প্রদর্শন করে। তফাৎ কিছুই নেই, সে আমার অন্তর জানে তাই নিজের বুকে ব্যথা সঞ্চয় করে, আর আয়নার বাইরে মিথ্যা 'আমি'-র বহিঃপ্রকাশ ঘটে চলে অনবরত।
No comments:
Post a Comment