স্বপ্নগুলোয় রঙ ছড়িয়ে
ঘুমের রাতে হাত জড়িয়ে,
ক্লান্ত চুলে তোর আঙুলের স্বাদ।
সাবধানে তুই চোখ এড়িয়ে
বন্দী শিকল গেট পেরিয়ে,
স্কুল ছুটিতে প্রেমগুলো অবাধ।
ঘুমের রাতে হাত জড়িয়ে,
ক্লান্ত চুলে তোর আঙুলের স্বাদ।
সাবধানে তুই চোখ এড়িয়ে
বন্দী শিকল গেট পেরিয়ে,
স্কুল ছুটিতে প্রেমগুলো অবাধ।
No comments:
Post a Comment