Monday, July 16, 2018

অনুভূতি সিরিজ - ২

শোনো শেষ বলে কিছু নেই,
যদি ভালো থাকো,
বেড়ে ওঠো সে বুকেই...

অনুভূতি সিরিজ - ১

ওই আলোকবর্ষ দূরে,
দেখো তোমার ভিতর আমার আবেশ
মনের প্রাচীর জুড়ে...

Saturday, July 14, 2018

মায়াবী চুম্বন

তোমার প্রতিটি চুম্বনে আমার দীর্ঘশ্বাস ভালোবাসা,
আঁধারে মোমের ছোঁয়ায় বাড়ে মায়াবী আলো-আশা।

Thursday, July 12, 2018

শেষ অধিকার

তুচ্ছতা তোমার মনের ভুল,
চেয়ে দেখো সবার চোখের আড়ালে
জেগে আছে এক স্বপ্নের হিমালয়,
যেখানে তোমার পৌঁছতে এখনও অনেক বছর
ততদিনে হয়তো বরফ গলবে এই কঠিন পথে।
দূরে নীল পাহাড়ের বুকে তুমি শুয়ে থেকো,
পলিথনে ভরে রেখো তোমার সমস্ত অহংকার,
জেনে রেখো কোনও সিংহাসনই কিন্তু স্থায়ী নয়,
তরলের মতো আমাদের ভাগ্যও ভীষণ নিরাকার,
হয়তো তুমিও একদিন হারাবে তোমার শেষ অধিকার।

Wednesday, July 11, 2018

শূন্যতার প্রবেশ

যদি কাছে আসতে চাই?
আঁকড়ে বেঁচে থাকি দুহাতে তোমায় নিয়ে,
ভীষণ রাত্রে তোমার কপালের ভাঁজে একটা চুম্বন,
সব কথা বলা হয়ে ওঠে না,
ইশারায় আমরা বুঝিয়ে দিয়েছি সব আবেগ,
কিছুটা শূন্যস্থান আর বাকিটা তোমার অভিমান।

Saturday, July 7, 2018

কবিতা নয় কেবল অনুভূতি

সাগর মাঝে এক পাহাড় চূড়ায় নির্জন রাত্রি,
হয়তো সেথা তোমার কেবল আমিই সহযাত্রী,
হয়তো তোমার কপাল ছুঁয়ে একটা স্নেহচুম্বন,
কিংবা তোমার বুকে বেড়ে ওঠা ঘন অভিমান
সমুদ্রের ঢেউ ভাঙার শব্দে জুড়ে ফেলে দুটি মন,
কিংবা তোমায় দেখবে বলে জেগে থাকে দ্বি-নয়ন।
আমি সব জানি, তুমিও তো বোঝো অনেকখানি,
তবু গল্পেরা হাঁটে, চোখে ঘুমহীন রাতের হাতছানি।

অভিমানী তারা

হয়তো ভীষণ কাছের তুমি
তাই জন্যেই অভিমান খুব,
কথার ভাঁজে অন্য ছোঁয়ায়
তোমার ভিতর দিচ্ছি ডুব।
একটা দুটো রাতের শেষে
তোমায় নিয়েই স্বপ্ন দেখি,
খুনসুটি আর ঝগড়াঝাঁটি
তোমার আমার ভাষা একই।

Monday, July 2, 2018

যুদ্ধতরী

যুদ্ধ সাজাও, শ্লোগান ওঠাও
গোলাপ হাতে সৈন্য বেশে,
তোমার আমার জন্মভূমি
আজ ধর্মযুদ্ধে সর্বনেশে।
মাঠের পাশে নগ্ন শরীর
মৃত্যু ঘন আঁধার মেঘে,
চোয়াল শক্ত ঠোঁটের কোণে
মানবতা আজ উঠুক জেগে।
কেউ কেউ বলে অমুক ধর্ম
তাই জন্যই প্রতিবাদ নাই,
ছোট্ট শিশুর বিচার চেয়ে
এখানেও সেই নোংরা লড়াই?
আমার শাঁখের সন্ধ্যারতি
তোমার আজান সুপ্ত ভোরে,
দিনের শেষে সবাই মানুষ
কীসের জন্য যুদ্ধ করে?

Sunday, July 1, 2018

মহাশূন্য

যদি শূন্য থেকে শুরু করি,
হয়তো একদিন উড়তে উড়তে মহাশূন্যে পৌঁছে যাবো,
তবু শূন্যতা তো রয়েই যাবে বুকে।
যা কিছু ভাবি আসলে পুরোটাই সত্যি কোয়ান্টামে,
আমাদের গতিশক্তি ভীষণ সীমিত,
তাই চাদর শীতে ঘুমিয়ে থাকি অন্য গ্রহের সুখে।
যদি টাইম ট্র্যাভেল করতে পারতাম,
তোমায় নিয়ে ভবিষ্যৎ নয়,
আলোকবর্ষ দূরে পৌঁছে যেতাম প্রিয়তমা।
যেখানে আমাদের ভবিষ্যৎ হেঁটে বেড়াতো
আর আমরা বয়স কমিয়ে শুধরে ফেলতাম সমস্ত ভুল
হয়তো বা নতুন সময়ে জন্মাতো পুরনো দিনের মাশুল।