Saturday, July 7, 2018

কবিতা নয় কেবল অনুভূতি

সাগর মাঝে এক পাহাড় চূড়ায় নির্জন রাত্রি,
হয়তো সেথা তোমার কেবল আমিই সহযাত্রী,
হয়তো তোমার কপাল ছুঁয়ে একটা স্নেহচুম্বন,
কিংবা তোমার বুকে বেড়ে ওঠা ঘন অভিমান
সমুদ্রের ঢেউ ভাঙার শব্দে জুড়ে ফেলে দুটি মন,
কিংবা তোমায় দেখবে বলে জেগে থাকে দ্বি-নয়ন।
আমি সব জানি, তুমিও তো বোঝো অনেকখানি,
তবু গল্পেরা হাঁটে, চোখে ঘুমহীন রাতের হাতছানি।

No comments:

Post a Comment