Monday, July 2, 2018

যুদ্ধতরী

যুদ্ধ সাজাও, শ্লোগান ওঠাও
গোলাপ হাতে সৈন্য বেশে,
তোমার আমার জন্মভূমি
আজ ধর্মযুদ্ধে সর্বনেশে।
মাঠের পাশে নগ্ন শরীর
মৃত্যু ঘন আঁধার মেঘে,
চোয়াল শক্ত ঠোঁটের কোণে
মানবতা আজ উঠুক জেগে।
কেউ কেউ বলে অমুক ধর্ম
তাই জন্যই প্রতিবাদ নাই,
ছোট্ট শিশুর বিচার চেয়ে
এখানেও সেই নোংরা লড়াই?
আমার শাঁখের সন্ধ্যারতি
তোমার আজান সুপ্ত ভোরে,
দিনের শেষে সবাই মানুষ
কীসের জন্য যুদ্ধ করে?

No comments:

Post a Comment