যদি কাছে আসতে চাই?
আঁকড়ে বেঁচে থাকি দুহাতে তোমায় নিয়ে,
ভীষণ রাত্রে তোমার কপালের ভাঁজে একটা চুম্বন,
সব কথা বলা হয়ে ওঠে না,
ইশারায় আমরা বুঝিয়ে দিয়েছি সব আবেগ,
কিছুটা শূন্যস্থান আর বাকিটা তোমার অভিমান।
আঁকড়ে বেঁচে থাকি দুহাতে তোমায় নিয়ে,
ভীষণ রাত্রে তোমার কপালের ভাঁজে একটা চুম্বন,
সব কথা বলা হয়ে ওঠে না,
ইশারায় আমরা বুঝিয়ে দিয়েছি সব আবেগ,
কিছুটা শূন্যস্থান আর বাকিটা তোমার অভিমান।
No comments:
Post a Comment