হয়তো ভীষণ কাছের তুমি
তাই জন্যেই অভিমান খুব,
কথার ভাঁজে অন্য ছোঁয়ায়
তোমার ভিতর দিচ্ছি ডুব।
একটা দুটো রাতের শেষে
তোমায় নিয়েই স্বপ্ন দেখি,
খুনসুটি আর ঝগড়াঝাঁটি
তোমার আমার ভাষা একই।
তাই জন্যেই অভিমান খুব,
কথার ভাঁজে অন্য ছোঁয়ায়
তোমার ভিতর দিচ্ছি ডুব।
একটা দুটো রাতের শেষে
তোমায় নিয়েই স্বপ্ন দেখি,
খুনসুটি আর ঝগড়াঝাঁটি
তোমার আমার ভাষা একই।
No comments:
Post a Comment