Sunday, July 1, 2018

মহাশূন্য

যদি শূন্য থেকে শুরু করি,
হয়তো একদিন উড়তে উড়তে মহাশূন্যে পৌঁছে যাবো,
তবু শূন্যতা তো রয়েই যাবে বুকে।
যা কিছু ভাবি আসলে পুরোটাই সত্যি কোয়ান্টামে,
আমাদের গতিশক্তি ভীষণ সীমিত,
তাই চাদর শীতে ঘুমিয়ে থাকি অন্য গ্রহের সুখে।
যদি টাইম ট্র্যাভেল করতে পারতাম,
তোমায় নিয়ে ভবিষ্যৎ নয়,
আলোকবর্ষ দূরে পৌঁছে যেতাম প্রিয়তমা।
যেখানে আমাদের ভবিষ্যৎ হেঁটে বেড়াতো
আর আমরা বয়স কমিয়ে শুধরে ফেলতাম সমস্ত ভুল
হয়তো বা নতুন সময়ে জন্মাতো পুরনো দিনের মাশুল।

No comments:

Post a Comment