Friday, June 29, 2018

সমীকরণ

সমীকরণ বলা বারণ
আমি যদি খুঁজে পাই তোমায়,
আগোছালো চুল ধুয়ে বৃষ্টির কণা গায়ে
এসো হাত ধরি মনের কোণায়।
দেখো প্রতিরাতে কারখানা কাঁদে
সময় মলাটে তুমি আমি এ অবকাশে
বিলীন বিশ্বে তারা হয়ে যাবো
জন্মান্তর ভুলে সমস্ত অতীতের আকাশে।

No comments:

Post a Comment