Friday, June 1, 2018

ডাকবাক্সের ঠিকানা - গান

দুটো পথভোলা তারা বন্ধু হয় না,
কিছু গল্পেরা রোজ শব্দ পায় না।
তবু মোমবাতির এই আলোর নীচেই ভিড়
যেন গল্প ভেবে সত্যি মনের নীড়...
ডাকবাক্সগুলো পথ হারিয়ে খুঁজছে তোমায়
লিখছি যে আমি...
তাই উঠোন জুড়ে পাঁচিল ফুঁড়ে (অলস ঘুমে) সৈন্য বসাই
শব্দের মন (স্বপ্নের রাত) ভাঙ্গি...
দুটো চশমা কাঁচ কেন চোখ খোলে না,
ভাঙা মন মেজাজ কোনও মন ভাঙে না।
ভেজা অন্ধকার সেই রাতের ভিড়েই দিন
যেন পথ হারিয়ে বিকেল আলোয় ক্ষীণ...
তাই তোমার শহর বৃষ্টি জুড়ে শব্দ ভাসাই
ভাসছি যে আমি...

রাতে স্বপ্নগুলো তোমার চোখে খুঁজছে আমায়
কোথাও নেই আমি...
দুটো পথভোলা তারা বন্ধু হয় না আজ...
একা মন খারাপ আর সঙ্গী পায় না আজ...
দুটো গল্প রাত কেন জুড়তে চায় না আজ...
তাই তোমার খবর নেওয়াই আমার কাজ।
তাই তোমার বুকে আমার খোঁজে ডাক পাঠিয়ে
অল্পের দিন গুনি,
যদি তোমার মুখেও আমার নামে চারটে দুটো
শব্দ যে শুনি!
সব ভাবনারা কেন সত্যি হয়না আজ...

No comments:

Post a Comment