Tuesday, June 12, 2018

জেতার ইচ্ছে

এই অস্তিত্ব বড়োই একা
ভাঙা রংমশাল তবু স্বপ্ন দেখে বাঁচার,
আমি ভিজতে চাই এই শহর নবীন বেলা
তুমি ডাকপিওন, কেন সময় খোঁজো আসার?
আমি তো দিয়েছি সবকিছুই, শুধু হারতে চাইনি তখন,
তাই স্বপ্ন হলেও জেতার আশায় মাতছি সারাক্ষণ।

No comments:

Post a Comment