Tuesday, June 5, 2018

ঝাপসা পথ

যদি বলি আমি ভালোবাসি তোমায়
তোমার চোখের আবেগ মায়ায়,
শেষ রাতে আমি তোমায় দেখেছি
ঘুমের ভিতর ক্লান্তির ছায়ায়।
প্রশ্নেরা তবু ভিড় করে রোজ
হয়তো ভীষণ খামখেয়ালী,
আমার জন্যে জায়গা রেখো
তোমার মনে একটুখানি।
কথা দেবো আমি তোমায় ছুঁয়ে
অনেক পাহাড় সাগর ভেঙে,
আমার মনে তোমারই স্বদেশ
ইচ্ছেরা চলুক তোমায় মেনে।
যখন তোমার চশমা কাঁচে
জমবে বাষ্প তোমায় ঘিরে,
আমার হাতে হাত রেখো তুমি
রাস্তা বানাবো তোমায় নিয়ে।

No comments:

Post a Comment