Wednesday, June 6, 2018

চশমা কাঁচ

আমি শুনেছি বৃষ্টি পড়লে
তোমার চশমায় জল জমে,
সেইটুকু সময় আমার হাতে
হাত রেখো তুমি আনমনে।
দূরত্ব মেপে রাস্তা পেরবো
তোমায় নিয়েই একসাথে,
শহর জুড়িয়ে বৃষ্টি নামুক
মন ভিজে থাক সেই রাতে।

No comments:

Post a Comment