আমি শুনেছি বৃষ্টি পড়লে
তোমার চশমায় জল জমে,
সেইটুকু সময় আমার হাতে
হাত রেখো তুমি আনমনে।
দূরত্ব মেপে রাস্তা পেরবো
তোমায় নিয়েই একসাথে,
শহর জুড়িয়ে বৃষ্টি নামুক
মন ভিজে থাক সেই রাতে।
তোমার চশমায় জল জমে,
সেইটুকু সময় আমার হাতে
হাত রেখো তুমি আনমনে।
দূরত্ব মেপে রাস্তা পেরবো
তোমায় নিয়েই একসাথে,
শহর জুড়িয়ে বৃষ্টি নামুক
মন ভিজে থাক সেই রাতে।
No comments:
Post a Comment