যে মায়াবী দু'চোখ তাকিয়ে আছে
আমার দিকে নয়ন মেলে,
তাদের ভাষায় ভিজতে চাই আজ
ভোর রাতের এই স্বপ্ন ভেঙে।
গভীর ঘুমের শান্ত ছায়ায়
তোমায় দেখি উঠোন জুড়ে,
আমার ভিতর কোণায় কোণায়
বাড়ছো তুমি হৃদয় ফুঁড়ে।
আমার দিকে নয়ন মেলে,
তাদের ভাষায় ভিজতে চাই আজ
ভোর রাতের এই স্বপ্ন ভেঙে।
গভীর ঘুমের শান্ত ছায়ায়
তোমায় দেখি উঠোন জুড়ে,
আমার ভিতর কোণায় কোণায়
বাড়ছো তুমি হৃদয় ফুঁড়ে।
No comments:
Post a Comment