তোর মনের ঠিকানা রাখা
আছে বল কোন ইদারায়,
সেখানে গল্প হবো আমি
যেটা সবাই তো হতে চায়।
আমি জানি কত সময়ের সাথে
কীভাবে মনের কথা মনে দাগ কাটে
আমার চোখের শিকড় রূপকথা ভুলে
তোকেই জড়িয়ে থাকে অগভীর ঘুমে।
তোর মনের ঠিকানা রাখা
আছে বল কোন ইদারায়,
আমিও কিনতে রাজি আছি
যদি মনের বদলে হয়।
আছে বল কোন ইদারায়,
সেখানে গল্প হবো আমি
যেটা সবাই তো হতে চায়।
আমি জানি কত সময়ের সাথে
কীভাবে মনের কথা মনে দাগ কাটে
আমার চোখের শিকড় রূপকথা ভুলে
তোকেই জড়িয়ে থাকে অগভীর ঘুমে।
তোর মনের ঠিকানা রাখা
আছে বল কোন ইদারায়,
আমিও কিনতে রাজি আছি
যদি মনের বদলে হয়।
No comments:
Post a Comment