আমি কখনও চাইনি তোমায়
অন্য সুরের বিকেল বেলায়
আমার ভিতর তোমার ছোঁয়ায়
একটু থেকো অবহেলায়।
জানি আমি আজ ভীষণ ক্লান্ত
তোমার নিয়েই স্বপ্ন দেখত
দুইখানি চোখ রাত্রি জেগে
তোমায় নিয়েই গল্প ভেবে।
হয়তো ভীষণ বেসুরো আমি
কথার অভাব আমিও জানি
হয়তো তুমি অন্য দেশে
মাতছ নতুন জীবন রেশে।
আমিও থাকছি পুরনো ছায়ায়
প্রতিবেশী গাছ দুঃখ বাড়ায়
রোদের নাগাল সালোকসংশ্লেষ
তোমায় ছাড়া আমিও আছি বেশ।
অন্য সুরের বিকেল বেলায়
আমার ভিতর তোমার ছোঁয়ায়
একটু থেকো অবহেলায়।
জানি আমি আজ ভীষণ ক্লান্ত
তোমার নিয়েই স্বপ্ন দেখত
দুইখানি চোখ রাত্রি জেগে
তোমায় নিয়েই গল্প ভেবে।
হয়তো ভীষণ বেসুরো আমি
কথার অভাব আমিও জানি
হয়তো তুমি অন্য দেশে
মাতছ নতুন জীবন রেশে।
আমিও থাকছি পুরনো ছায়ায়
প্রতিবেশী গাছ দুঃখ বাড়ায়
রোদের নাগাল সালোকসংশ্লেষ
তোমায় ছাড়া আমিও আছি বেশ।
No comments:
Post a Comment