আমি কখনও চাইনি তোমায় ছুঁয়ে দেখতে,
শুধু ভেবেছি এক আকাশ মাঝে গল্প জুড়ে
তোমার আঁচল খয়েরী ধুলোয় প্রেমিক সাজতে।
আমি কখনও চাইনি তোমায় গভীর রাত্রে,
শুধু চেয়েছি এক বিকেল আলোয় বৃষ্টি ভিজে
তোমার চোখের ঝাপসা আলোয় আমায় আঁকতে।
শুধু ভেবেছি এক আকাশ মাঝে গল্প জুড়ে
তোমার আঁচল খয়েরী ধুলোয় প্রেমিক সাজতে।
আমি কখনও চাইনি তোমায় গভীর রাত্রে,
শুধু চেয়েছি এক বিকেল আলোয় বৃষ্টি ভিজে
তোমার চোখের ঝাপসা আলোয় আমায় আঁকতে।
No comments:
Post a Comment