তোমার মনের শীতল ছায়ায়
বৃদ্ধ রোদের ওজন বাড়ে,
বিকেল আলোয় তোমার হাসি
আমার বুকে বসত করে।
নরম ঘাসের দেহের কোণায়
তোমার পায়ের চিহ্ন থাকে,
বৃষ্টি রাতের মেঘের ছোঁয়ায়
আমার দু'চোখ তোমায় ডাকে।
বৃদ্ধ রোদের ওজন বাড়ে,
বিকেল আলোয় তোমার হাসি
আমার বুকে বসত করে।
নরম ঘাসের দেহের কোণায়
তোমার পায়ের চিহ্ন থাকে,
বৃষ্টি রাতের মেঘের ছোঁয়ায়
আমার দু'চোখ তোমায় ডাকে।
No comments:
Post a Comment